Saturday, August 22, 2020

শিক্ষামূলক গল্প

 বয়স ১৭ কি ১৮ হবে । খুব সুন্দরী । সবসময় চেষ্টা করে সেজেগুজে

থাকার । দামী আর নিউ ব্র্যান্ডের নেইলপালিশ ব্যবহার করে ও । রাস্তা দিয়ে যখন হেটেঁ যায় পারফিউমের সুগন্ধে আশেপাশের

মানুষ মুগ্ধ হয়ে যায় । আশেপাশের সব এলাকার ছেলেরা ওর জন্য

পাগল । রাস্তা দিয়ে হাটাঁর সময় সবাই ওর দিকে তাকিঁয়ে থাকে ।

নীলাও খুব খুশি হয় । মানুষকে ওর দিকে আরও আকৃষ্ট করার

জন্য প্রতিদিনই ও নিত্যনতুন স্টাইল করে ।

১৮ বছরের একটা মেয়ে কি মরে ? বুড়ো হলে তবেই না মরবে । যদিও আমরা সবাই জানি মৃত্যু প্রতিনিয়ত আমাদের দরজায় কড়া

নাড়ছে । কিন্তু মানি কয়জন ? ভাবি কয়জন ? মৃত্যু যে কোন বয়সে

যে কোন অবস্থাতেই হতে পারে । এটাই সত্য । ভয়ংকর হলেও সত্য

এই ভয়ংকর সত্যটাই নীলার জীবনে ঘটে গেল । অসুস্থ হয়ে অল্প

কিছুদিনের মধ্যে জীবন প্রদীপ নিভে গেল নীলার । .

তখন সন্ধ্যা । অন্ধকার ঘনিয়ে আসছে । নীলার মৃত দেহটাকে

বাড়ি থেকে দূরে এক বাগানে মাটিতে কবর দিয়ে আসা হল । সেই

দেহটাই । যেটা নিয়ে গর্ব ছিল নীলার । যা নিয়ে অনেক ছেলের

মনেই বাসনা ছিল । যাকে পরিপাটি রাখতে হাজার হাজার টাকা খরচ

করতো ও । দামী জামা না হলে যে নীলা জামা-ই পড়তো না সেই নীলা-ই আজ কম দামী একটুকরো সাদা কাপড় পড়ে মাটিতে শুয়ে

আছে ।

.

কবর দিয়ে সবাই বাড়িতে চলে আসলো । কেউ কান্না করছে,

কেউ বিমর্ষ হয়ে বসে আছে, কেউ বা নীলার স্মৃতিচারণ করছে

বাড়ির উঠানে বসে । হঠাৎ সবার সামনে উঠানের এক কোণে সাদা কাপড় পড়া অবস্থায় এসে হাজির হল নীলা । সুন্দর চেহারাটাতে

অনেকগুলো কাটাঁ কাটাঁ দাগ । বিশ্রী দুর্গন্ধ ভেসে আসছে শরীর

থেকে । নিজের রুমের দিকে একদৃষ্টিতে তাকিঁয়ে আছে ও । ভয়

পেয়ে গেল লোকজন । দৌড়ে হুজুর নিয়ে আসলো একজন । হুজুর

এসে সবকিছু দেখেশুনে বললেন,"লাশটাকে আবার কবর থেকে

উঠাতে হবে ।" সবাই মিলে লাশটাকে কবর থেকে তুলল । হুজুর ভালো করে লাশটাকে দেখলেন । নীলার বাম হাতের কড়ে আঙ্গুলে

নেইলপালিশ লেগে আছে । হুজুর বললেন,"এই নেইলপালিশটা ওর

হাত থেকে যে করেই হোক দূর করতে হবে । তা না হলে ওর অনেক

সমস্যা হবে ।" কিন্তু অনেক চেষ্টা করেও কেউ ওর আঙ্গুল থেকে

নেইলপালিশ মুছতে পারলো না । অতঃপর হুজুরের পরামর্শে ওর

আঙ্গুলটা কেটে ফেলা হল । পুনরায় ওর লাশ কবর দেওয়া হল । তারপর থেকে আর কোনদিনও নীলাকে সাদা কাপড় পড়া অবস্থায়

উঠানে কোণে দেখা যায় নি ।

বি: দ্র: কেহ শিক্ষামূলক গল্প ভাবিয়া ভূল করিবেন না । কারণ

আমার আপনাকে উপদেশ দেওয়ার মত কোন যোগ্যতা নেই ।

No comments:

Post a Comment